সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫ সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। এর পাশাপাশি সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থান জানতে পারবেন এই পোস্ট থেকে।
সীমান্ত এক্সপ্রেস ট্রেন নিয়মিত খুলনা থেকে চিলাহাটি রুটে যাতায়াত করে থাকে। তাই যারা সীমান্ত এক্সপ্রেস টেনে খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত নিয়মিত যাতায়াত করতে চান তাদের অবশ্যই simanta express train schedule জানতে হবে।
তাই আজকের এই পোস্টে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ট্রেন কোথায় কোথায় থামে এবং এই ট্রেনের বন্ধের দিন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সীমান্ত এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে চিলাহাটি রুটে নিয়মিত চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ঘোষণা করেছে।
নতুন সময়সূচি অনুসারে সীমান্ত এক্সপ্রেস ট্রেন রাত ৯ টা ১৫ মিনিটে খুলনা স্টেশন ছেড়ে যায়। এরপর নির্দিষ্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে সকাল ৬ টা ৪৫ মিনিটে চিলাহাটি স্টেশনে পৌঁছায়।
নিচে চিলাহাটি টু খুলনা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সুন্দরভাবে উপস্থাপন করা হলো।
চিলাহাটি টু খুলনা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
| স্টেশনের নাম | সময়সূচী |
|---|---|
| চিলাহাটি জংশন | সন্ধ্যা ০৬:৩০ মিনিট |
| ডোমার | সন্ধ্যা ০৬:৪৮ মিনিট |
| নীলফামারী | সন্ধ্যা ০৭:১০ মিনিট |
| সৈয়দপুর | সন্ধ্যা ০৭:২৯ মিনিট |
| পার্বতীপুর | সন্ধ্যা ০৭:৫০ মিনিট |
| ফুলবাড়ী | রাত ০৮:৩০ মিনিট |
| বিরামপুর | রাত ০৮:৪২ মিনিট |
| জয়পুরহাট | রাত ০৯:১৫ মিনিট |
| আক্কেলপুর | রাত ০৯:৩১ মিনিট |
| সান্তাহার | রাত ১০:০০ মিনিট |
| নাটোর | রাত ১০:৪০ মিনিট |
| ঈশ্বরদী | রাত ১১:২০ মিনিট |
| ভেড়ামারা | রাত ১২:০০ মিনিট |
| পুড়াদহ | রাত ১২:২১ মিনিট |
| আলমডাঙ্গা | রাত ১২:৪০ মিনিট |
| চুয়াডাঙ্গা | রাত ০১:০০ মিনিট |
| দর্শনা হল্ট | রাত ০১:২৪ মিনিট |
| কোটচাঁদপুর | রাত ০১:৫০ মিনিট |
| মোবারকগঞ্জ | রাত ০২:০৫ মিনিট |
| যশোর | রাত ০২:৪১ মিনিট |
| নোয়াপাড়া | ভোর ০৩:১৩ মিনিট |
| দৌলতপুর | ভোর ০৩:৪১ মিনিট |
| খুলনা জংশন | ভোর ০৪:১০ মিনিট |
চিলাহাটি টু খুলনা সীমান্ত এক্সপ্রেস ট্রেন সর্বমোট ২৩ টি স্টেশন যাত্রা বিরতি শেষ করে খুলনায় পৌঁছায় সকাল ৬ টা ৪৫ মিনিটে।
খুলনা টু চিলাহাটি সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সীমান্ত এক্সপ্রেস ট্রেন খুলনা জংশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে রাত ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে। অতঃপর বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতির পর চিলাহাটি পৌঁছায় সকাল ৬ টা ৪৫ মিনিটে।
| স্টেশনের নাম | সময়সূচী |
|---|---|
| খুলনা জংশন | রাত ৯ঃ১৫ মিনিট |
| দৌলতপুর | রাত ৯ টা ২৭ মিনিট |
| নোয়াপাড়া | রাত ৯ টা ৫২ মিনিট |
| যশোর | রাত ১০টা ২৩ মিনিট |
| মোবারকগঞ্জ | রাত ১০ টা ৫৪ মিনিট |
| কোটচাঁদপুর | রাত ১১ টা ০৮ মিনিট |
| দর্শনা হল্ট | রাত ১১ টা ৩৫ মিনিট |
| চুয়াডাঙ্গা | রাত ১১ টা ৫৭ মিনিট |
| আলমডাঙ্গা | রাত ১২ টা ১৬ মিনিট |
| পোড়াদহ | রাত ১২ টা ৩৪ মিনিট |
| ভেড়ামারা | রাত ১২ টা ৫৪ মিনিট |
| ঈশ্বরদী | রাত ০১ টা ২০ মিনিট |
| নাটোর | রাত ০২ টা ০৭ মিনিট |
| সান্তাহার | ভোর ০৩ টা ০৫ মিনিট |
| আক্কেলপুর | ভোর ০৩ টা ৩০ মিনিট |
| জয়পুরহাট | ভোর ০৩ টা ৪৬ মিনিট |
| বিরামপুর | ভোর ০৪ টা ১৭ মিনিট |
| ফুলবাড়ী | ভোর ০৪ টা ৩০ মিনিট |
| পার্বতীপুর | ভোর ০৪ টা ৫০ মিনিট |
| সৈয়দপুর | সকাল ০৫ টা ১৭ মিনিট |
| নীলফামারী | সকাল ০৫ টা ৪১ মিনিট |
| ডোমার | সুকাল ০৬ টা ০১ মিনিট |
| চিলাহাটি | সকাল ০৬ টা ৪৫ মিনিট |
আপনি যদি খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের চিলাহাটি যেতে চান তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন। তা না হলে কিন্তু সীমান্ত এক্সপ্রেস ট্রেন মিস করবেন।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য খুব একটা বেশি না। আপনি একদম সাশ্রয়ী দামে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। নিচে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া উল্লেখ করা হলো।
| Seat Category | Ticket Price |
| Shuvon Chair | 575 |
| 1st Birth | 1323 |
| Snigdha | 1104 |
| AC Birth | 1978 |
বিশেষ দ্রষ্টব্যঃ সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এ কারণে টিকিট ক্রয় করার সময় কখনই অতিরিক্ত টাকা প্রদান করবেন না।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন
সীমান্ত এক্সপ্রেস ট্রেন প্রতি সপ্তাহে সোমবারে বন্ধ থাকে। অর্থাৎ, প্রতি সপ্তাহের সোমবারে সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। সপ্তাহের সোমবার ব্যতীত প্রত্যেকদিনই সীমান্ত এক্সপ্রেস ট্রেন নিয়মিত যাতায়াত করে।
সীমান্ত এক্সপ্রেস অফ ডে
সীমান্ত এক্সপ্রেস অফ ডে সোমবার। প্রতি সপ্তাহের সোমবার ব্যতীত প্রতিদিনই সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল করে। শুধুমাত্র সোমবারে সীমান্ত এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকে।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থান
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থা এখন জানা খুবই সোজা। অর্থাৎ, সীমান্ত এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন ঘরে বসে। এজন্য আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন।
তারপরে টাইপ করুন TR 747/TR 748। অতঃপর মেসেজটি ১৬৩১৮ নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি মেসেজে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিট দুই রকমভাবে কাটতে পারবেন। প্রথমত: চিলাহাটি স্টেশন বা খুলনায় স্টেশন থেকে। দ্বিতীয়ত: অনলাইনে সীমান্ত এক্সপ্রেস টিকিট ক্রয়।
স্টেশন থেকে টিকিট কাটার জন্য আপনাকে সশরীরে স্টেশনে উপস্থিত থাকতে হবে। তারপর কয়টা টিকিট এবং কোন আসনের জন্য টিকিট ক্রয় করবেন তা বলতে হবে। অতঃপর স্টেশন মাস্টার আপনাকে টিকিট দিয়ে দিবে।
এছাড়া ঘরে বসে অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন সহজেই। এজন্য সরাসরি বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর আপনি কোথা থেকে কোথা যেতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
এখন কয়টা টিকিট এবং কয় তারিখের জন্য টিকিট ক্রয় করবেন সেটা সিলেক্ট করুন। এবার আসন সংখ্যা নির্বাচন করে বিকাশ বা নগদ এর মাধ্যমে পেমেন্ট করুন। এভাবেই খুব সহজে অনলাইনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন।
শেষ কথা
এই ছিল সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি, সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচি জানতে পেরেছেন।
এছাড়া আজকের প্রশ্নের কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করতে পারেন। আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।






