ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ২০২৫ | Dhaka To Akhaura Train Schedule

ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়া এই পোস্টে উল্লেখ করা হবে। তাই যারা ঢাকা থেকে আখাউড়া ট্রেনের সময়সূচী জানতে চাচ্ছেন তারা এই পোস্ট শেষ অব্দি পড়ুন। 

বর্তমান সময়ে ঢাকা টু আখাউড়া রুটে সর্বমোট ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু অধিকাংশ মানুষ এই ৫টি আন্তঃনগর ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য জানে না। 

তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ২০২৫, ভাড়া, স্টপেজ ও টিকিট কাটার নিয়ম সবকিছুই আলোচনা করা হবে। 

ঢাকা টু আখাউড়া রুটে চলাচলকারী ট্রেনের নাম 

বর্তমান সময়ে ঢাকা থেকে আখাউড়া রুটে সর্বমোট পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। নিচে ঢাকা টু আখাউড়া রুটে চলাচল করে পাঁচটি ট্রেনের নাম উল্লেখ করা হলো।  

  • Chattala Express (802);
  • Turna (742);
  • Mohanagar  Express (722);
  • Upakul Express (712);
  • Mohanagar Godhuli (704)। 

উপরোক্ত এই পাঁচটি ট্রেন ছুটির দিন ব্যতীত নিয়মিতভাবে ঢাকা থেকে আখাউড়া রুটে যাতায়াত করে থাকে। 

ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ২০২৫ 

যে সকল যাত্রীগণ নিয়মিতভাবে ঢাকা থেকে আখাউড়া রুটে ট্রেন পথে যাতায়াত করবেন তাদের অবশ্যই ঢাকা থেকে আখাউড়া ট্রেনের সময়সূচী জানতে হবে। নিচে টেবিল আকারে ঢাকা থেকে আখাউড়া ট্রেনের নতুন সময়সূচী উল্লেখ করা হলো। 

ট্রেনের নামছুটির দিনপ্রস্থানআগমন
মোহনগড় গোধুলি (৭০৪)না07:45১০:০৫
উপকুল এক্সপ্রেস (৭১২)মঙ্গল১৫:১০১৭:৪৭
মোহনগড় এক্সপ্রেস (৭২২)রবিবার21:2023:55
তুর্না (৭৪২)না23:1501:45
চট্টলা এক্সপ্রেস (৮০২)শুক্র১৩:৪৫১৬:২৫

ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারণ করা হয়েছে। এজন্য ঢাকা থেকে আখাউড়া রেলপথে যাতায়াত করতে নির্দিষ্ট সময়ের পূর্বেই স্টেশনে পৌঁছাবেন। 

ঢাকা টু আখাউড়া ট্রেনের ভাড়া ২০২৫ 

ঢাকা টু আখাউড়া ট্রেনের ভাড়া মূলত ট্রেনের আসল অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিচে ঢাকা থেকে আখাউড়া ট্রেনের ভাড়া টেবিল আকারে উল্লেখ করা হলো। 

Seat CategoryTicket Price 
Shuvon Chair170
First Seat259
First Birth386
Snigdha322
AC386
AC Birth575

বিশেষ দ্রষ্টব্য: ঢাকা টু আখাউড়া ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এজন্য ট্রেনের টিকিট কাটার সময় কখনোই অতিরিক্ত টাকা প্রদান করবেন না। ন্যায্য মূল্য দিয়ে টিকিট ক্রয় করার চেষ্টা করুন। 

ঢাকা টু আখাউড়া ট্রেনের টিকিট কাটার নিয়ম 

ঢাকা টু আখাউড়া ট্রেনের টিকিট কাটতে ঢাকা স্টেশন অথবা আখাউড়া স্টেশনে যাবেন। তারপরে টিকিট কাউন্টারে গিয়ে নিজের চাহিদা অনুযায়ী টিকিট ক্রয় করবেন। 

এছাড়া বর্তমানে ঢাকা টু আখাউড়া ট্রেনের টিকিট অনলাইনে বুকিং করা যাচ্ছে। ঢাকা থেকে আখাউড়া ট্রেনের টিকিট অনলাইনে বুকিং করার জন্য https://eticket.railway.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। 

এখন আপনার ফোন নাম্বার, জিমেইল আইডি, NID কার্ড ও পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট তৈরি করুন। একাউন্ট তৈরি করা হয়ে গেলে ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।

এরপরে হোম পেজে ঢাকা ও আখাউড়া নির্বাচন করুন। এবার তারিখ ও আসন বিভাগ নির্বাচন করে কোন ট্রেনে যাত্রা করবেন সেই ট্রেন সার্চ করতে হবে। এখন ট্রেনটি নির্বাচন করুন। 

অতঃপর টিকিটের মূল্য অনলাইনে পরিশোধ করার পর একটি রেসিপি পাবেন। অর্থাৎ, অনলাইনে টিকিটের মূল্য পরিশোধ করার পরে টিকিটের অনলাইন কপি সংগ্রহ করে নিতে হবে। 

এভাবেই আপনি খুব সহজে ঢাকা টু আখাউড়া ট্রেনের টিকিট কাটতে পারবেন অনলাইনে। আর অনলাইনে যদি ঢাকা থেকে আখাউড়া ট্রেনের টিকিট কাটতে কোন সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। 

ঢাকা টু আখাউড়া কত কিলোমিটার? 

আপনি যদি ঢাকা থেকে আখাউড়া ট্রেন যাত্রা আরো সহজ করতে চান সে ক্ষেত্রে ঢাকা থেকে আখাউড়া কত কিলোমিটার দূরত্ব তা জানতে হবে। ঢাকা থেকে আখাউড়া প্রায় ১৪৫ কিলোমিটার দূরত্ব। 

ঢাকা থেকে আখাউড়া যেতে কত সময় লাগে? 

আপনি যদি ঢাকা থেকে ট্রেনের মাধ্যমে আখাউড়া যেতে চান তাহলে অবশ্যই ট্রেনে যাতায়াত করতে সর্বমোট কত ঘন্টা সময় লাগে তা জানতে হবে। ঢাকা থেকে আখাউড়া ট্রেনে যাতায়াত করতে সর্বমোট ৩:৩০ মিনিট সময় লাগে। 

শেষ কথা 

ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া আজকের পোস্টে আলোচনা করা হয়েছে। আশা করি, যারা ঢাকা থেকে আখাউড়া ট্রেনে যাতায়াত করবেন তাদের কাছে আজকের পোস্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল। 

এছাড়া ঢাকা টু আখাউড়া ট্রেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *