ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের পোস্টে আলোচনা করা হবে। তাই যারা প্রতিনিয়ত ভৈরব টু ঢাকা ট্রেনে যাতায়াত করেন কিন্তু ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানেন না তাদের জন্য আজকের পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আসুন, দেরি না করে ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভৈরব টু ঢাকা ট্রেনের ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।
ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)
বর্তমান সময়ে ভৈরব টু ঢাকা ৯টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই ৯টি ট্রেন চলাচলের সময়সূচি ভিন্ন। তাই আপনাদের সুবিধার্থে নিচে ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী সহ ট্রেনের নাম ও ছুটির দিন উল্লেখ করা হলো।
| Train Name | Off day | Departure | Arrival |
| Mahanagar Godhuli (703) | No | 19:07 | 20:55 |
| Parbat Express (710) | Tuesday | 20:30 | 22:15 |
| Mahanagar Express (721) | Sunday | 16:57 | 18:40 |
| Egaro Sindhur Provati (738) | No | 08:20 | 10:30 |
| Upaban Express (740) | No | 04:06 | 05:45 |
| Turna (741) | No | 03:33 | 05:15 |
| Egaro Sindhur Godhuli (750) | Wednesday | 14:55 | 16:45 |
| Kalni Express (774) | Friday | 11:10 | 13:00 |
| Kishoregonj Express (782) | Friday | 17:48 | 19:55 |
| CHATTALA EXPRESS (801) | Fri | 10:21 | 12:10 |
উপরে ভৈরব টু ঢাকা ৯টি আন্তঃনগর ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে। আপনি যদি ভৈরব থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে যেতে চান তাহলে নির্দিষ্ট সময়ের আগে ট্রেন স্টেশনে পৌছাবেন।
ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ( মেইল এক্সপ্রেস)
বর্তমানে মেইল এক্সপ্রেসে ভৈরব টু ঢাকায় ৯টি ট্রেন চলাচল করে। নিচে মেইল এক্সপ্রেস এর ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী, ছুটির দিন, ট্রেন ছাড়ার সময় ও ট্রেন পৌঁছানোর সময় উল্লেখ করা হলো।
| Train Name | Off day | Departure | Arrival |
| Dhaka Mail (01) | No | ||
| Karnafuli Express (03) | No | ||
| Surma Mail (10) | No | ||
| Dhaka Express (11) | No | ||
| Titas Commuter (33) | No | ||
| Titas Commuter (35) | No | ||
| Isha Khan Express (40) | No | ||
| Chattala Express (67) | Tuesday | ||
| Comilla Commuter (89) | Tuesday |
উপরে মেইল এক্সপ্রেসে ভৈরব টু ঢাকা সর্বমোট নয়টি ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে। তাই আপনি যদি মেইল এক্সপ্রেসে ভৈরব থেকে ঢাকা যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের আগেই স্টেশনে পৌছাবেন। তা না হলে ট্রেন মিস করার থাকবে।
ভৈরব টু ঢাকা ট্রেনের ভাড়া ২০৫
আপনি যদি ভৈরব থেকে ঢাকায় ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই ভৈরব টু ঢাকা ট্রেনের ভাড়া কত তা জানতে হবে। কেননা, সঠিক ভাড়া যদি আপনার জানা না থাকে তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ কারণে আপনাদের সুবিধার্থে নিচে ছক আকারে ভৈরব টু ঢাকা ট্রেনের ভাড়া তালিকা প্রকাশ করা হলো:
| Seat Category | Ticket Price (15% VAT) |
| Shuvon | 85 |
| Shuvon Chair | 105 |
| First Seat | 156 |
| First Birth | 236 |
| Snigdha | 196 |
| AC | 236 |
| Ac Birth | 351 |
উপরের সাথে সুন্দর ভাবে ভৈরব টু ঢাকা ট্রেনের ভাড়া উল্লেখ করা হয়েছে। তাই ভৈরব থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া দিতে হবে না।
ভৈরব টু ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম
বর্তমান সময়ে ভৈরব টু ঢাকা ট্রেনের টিকিট দুইভাবে কাটতে পারবেন। প্রথমত সরাসরি রেল স্টেশনে গিয়ে টিকিট কাটা। দ্বিতীয়ত অনলাইনে ট্রেনের টিকিট কাটা।
রেল স্টেশনে গিয়ে টিকিট কাটা একদমই সহজ। যে কেউ রেল স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটতে পারে। কিন্তু অনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় তা অধিকাংশ যাত্রী জানে না।
তাই নিচে ধাপে ধাপে ভৈরব টু ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম উল্লেখ করা হলো:
- অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে উক্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন;
- উক্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা শেষ হলে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন;
- এবার ওয়েবসাইটের হোমপেজ থেকে From Station অপশনে ভৈরব আর To Station অপশনে ঢাকা সিলেক্ট করবেন;
- এরপর আপনি কয় তারিখে ভৈরব টু ঢাকা যাবেন তা সিলেক্ট করুন এবং আসন সংখ্যাও সিলেক্ট করুন;
- এবার কোন ট্রেনে ভৈরব থেকে ঢাকা যেতে চাচ্ছেন তা সিলেক্ট করুন;
তারপরে Book Now লেখার উপরে টাচ করুন; - এখন Continue purchase লেখার উপরে টাচ করবেন;
- এরপরে Proceed To Payment অপশনে ক্লিক করে বিকাশের মাধ্যমে ভাড়া টাকা পরিশোধ করুন;
- অতঃপর View Ticket অপশনে ক্লিক করে আপনার ট্রেনের অনলাইন টিকিট সংগ্রহ করুন।
এভাবেই মূলত উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে নিজের মোবাইল ফোন দিয়ে নিজেই অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন।
শেষ কথা
আশা করি, ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এছাড়াও যদি ভৈরব থেকে ঢাকাগামী ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
FAQ’s
ভৈরব থেকে ঢাকা সরাসরি ট্রেন আছে?
জ্বি, ভৈরব থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল করে। ভৈরব থেকে ঢাকা প্রায় ১৮টি ট্রেন চলাচল করে।
ভৈরব টু ঢাকা কত কিলোমিটার?
ভৈরব টু ঢাকা আনুমানিক প্রায় ৭৭ কিলোমিটার।
ভৈরব থেকে ঢাকা যেতে কত সময় লাগে?
ভৈরব থেকে ঢাকা যেতে আনুমানিক প্রায় ২ ঘণ্টা সময় লাগে।
ভৈরব টু ঢাকায় কি আন্তঃনগর ট্রেন চলাচল করে?
জ্বি, ভৈরব টু ঢাকায় নয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করে।
ভৈরব টু ঢাকায় কি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে?
জ্বি, ভৈরব থেকে ঢাকায় সর্বমোট ৯টি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে।






