উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া এই পোস্টে আলোচনা করা হবে। এর পাশাপাশি উদয়ন এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে, উদয়ন এক্সপ্রেস ট্রেন এখন কোথায় এবং বন্ধের দিন সম্পর্কে জানতে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
উদয়ন এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের জনপ্রিয় একটি ট্রেন। এই ট্রেন মূলত চট্টগ্রাম থেকে সিলেট এবং সিলেট থেকে চট্টগ্রাম রুটে নিয়মিত যাতায়াত করে।
আপনিও যদি চট্টগ্রাম থেকে সিলেট কিনবা সিলেট থেকে চট্টগ্রাম রুটে উদয়ন এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে চান তা হলে অবশ্যই উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে।
তাই আজকের এই পোস্টে Udayan Express Train Schedule ও ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আসুন, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি।
উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ উদয়ন এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ঘোষণা করেছে। নতুন সময়সূচি অনুযায়ী উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেট ষ্টেশন যাত্রা শুরু করে রাত ১০ টায় আর দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম সকাল ০৫:৩৫ মিনিটে পৌঁছায়।
| Station | Departure | Arrival | Off Day |
| Chittagong to Sylhet | 21:45 | 05:45 | Wed |
| Sylhet to Chittagong | 22:00 | 05:50 | Sunday |
আবার উদয়ন এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ০৯:৪৫ মিনিটে আর সিলেট পৌঁছায় সকাল ০৫:৪৫ মিনিটে।
উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সিলেট টু চট্টগ্রাম
উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দীর্ঘ ১২ টি স্টেশনে যাত্রা বিরতির পর চট্টগ্রামে পৌঁছায় সকাল ০৫:৩৫ মিনিটে।
| ষ্টেশনের নাম | সময়সূচী |
|---|---|
| সিলেট | রাত ১০টা ০০ মিনিট |
| মাইগঞ্জ | রাত ১০টা ৩৯ মিনিট |
| বরমচাল | রাত ১১টা ০০ মিনিট |
| কুলাওরা | রাত ১১টা ১৩ মিনিট |
| শমশের নগর | রাত ১১টা ৪২ মিনিট |
| শ্রীমঙ্গল | রাত ১২টা ১৩ মিনিট |
| শায়েস্তা গঞ্জ | রাত ১২টা ৫৩ মিনিট |
| আখাওড়া | ভোর ০২টা ২০ মিনিট |
| কুমিল্লা | ভোর ০৩টা ০৩ মিনিট |
| লাকসাম | ভোর ০৩টা ২৯ মিনিট |
| ফেনি | ভোর ০৪টা ০৭ মিনিট |
| চট্টগ্রাম | সকাল ০৫টা ৩৫ মিনিট |
সিলেট টু চট্টগ্রাম উদয়ন এক্সপ্রেস ট্রেন কাঙ্খিত স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে থাকে। তাই উদয়ন এক্সপ্রেস ট্রেনে সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কাঙ্খিত স্টেশনে নির্দিষ্ট সময়ে পৌঁছাবেন। তা না হলে উদয়ন এক্সপ্রেস ট্রেন মিস হয়ে যাবে।
উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী চট্টগ্রাম টু সিলেট
বাংলাদেশের রেলওয়ের নতুন সুময়সুচি অনুসারে উদয়ন এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে রাত ০৯:৪৫ মিনিটে আর সিলেট পৌঁছায় সকাল ০৫:৪৫ মিনিটে। নিচে চট্টগ্রাম টু সিলেট উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ছক আকারে উল্লেখ করা হলো:
| ষ্টেশনের নাম | উদয়ন এক্সপ্রেস সময়সূচী |
|---|---|
| চট্টগ্রাম | 09:45 pm |
| ফেনী | 11:04 pm |
| লাকসাম | 11:45 pm |
| কুমিল্লা | 12:09 am |
| আখাওড়া | 01:05 am |
| শায়েস্তা গঞ্জ | 02:29 am |
| শ্রীমঙ্গল | 03:10 am |
| শমশের নগর | 03:38 am |
| কুলাওরা | 04:04 am |
| মাইগঞ্জ | 04:35 am |
| সিলেট | 05:45 am |
চট্টগ্রাম টু সিলেট উদয়ন এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এ কারণে চট্টগ্রাম থেকে সিলেট উদয়ন এক্সপ্রেস ট্রেনে যেতে নির্দিষ্ট সময় কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন।
উদয়ন এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫
আপনি যদি নিয়মিত ভাবে উদয়ন এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন তাহলে অবশ্যই এই ট্রেনের ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। উদয়ন এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্পর্কে যদি সঠিক তথ্য জানা থাকে তাহলে পরবর্তীতে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কোন ঝামেলা হবে না। নিচে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ভাড়া উল্লেখ করা হলো।
| Seat Category | Ticket Price |
| Shuvon Chair | 450 |
| Snigdha | 857 |
| AC Birth | 1541 |
উদয়ন এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এজন্য উদয়ন এক্সপ্রেস ট্রেনের টিকিট করার সময় কখনই অতিরিক্ত টাকা প্রদান করবেন না।
উদয়ন এক্সপ্রেস শোভন চেয়ার এর ভাড়া কত?
উদয়ন এক্সপ্রেস ট্রেনের সবচেয়ে সাশ্রয় দামে আপনি যাতায়াত করতে পারবেন। উদয়ন এক্সপ্রেস ট্রেনের সবচেয়ে কম ভাড়া হলো শোভন চেয়ার এর। সিলেট টু চট্টগ্রাম বা চট্টগ্রাম টু সিলেট শোভন চেয়ার এর ভাড়া ৪৫০ টাকা।
উদয়ন এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে?
আপনি যদি উদয়ন এক্সপ্রেস ট্রেনের সম্মানিত একজন যাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই উদয়ন এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে তা জানতে হবে। নিচে সুন্দরভাবে উদয়ন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বা কোথায় কোথায় থামে তা উল্লেখ করা হলো।
- সিলেট;
- মাইগঞ্জ;
- বরমচাল;
- কুলাউরা;
- শমশের নগর;
- শায়েস্তা গঞ্জ;
- শ্রীমঙ্গল;
- আখাউরা;
- কুমিল্লা;
- লাকসাম;
- ফেনী;
- চট্টগ্রাম।
সিলেট থেকে চট্টগ্রাম উদয়ন এক্সপ্রেস ট্রেন সর্বমোট ১২টি স্টেশনের থামে। আবার একই রকমভাবে চট্টগ্রাম থেকে সিলেট উদয়ন এক্সপ্রেস ট্রেন ১২টি স্টেশনে থেমে থাকে।
উদয়ন এক্সপ্রেস ট্রেন এখন কোথায়
উদায়ন এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন নিজের মোবাইলের মাধ্যমে। অর্থাৎ, উদয়ন এক্সপ্রেস ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারবেন নিজের মোবাইল দিয়ে।
উদয়ন এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানতে ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR 723/TR 724। তারপর মেসেজটি ১৬৩১৮ নাম্বারে পাঠিয়ে দেন। ফিরতি মেসেজের মাধ্যমে উদয়ন এক্সপ্রেস ট্রেন কোথায় আছে তা জানিয়ে দেওয়া হবে।
উদয়ন এক্সপ্রেস বন্ধের দিন কবে?
উদয়ন এক্সপ্রেস ট্রেন সপ্তাহে দুই দিন বন্ধ থাকে। সিলেট টু চট্টগ্রাম উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ রবিবার। অর্থাৎ, চট্টগ্রাম থেকে সিলেট উদয়ন এক্সপ্রেস ট্রেন প্রতি সপ্তাহে রবিবারে বন্ধ থাকে।
আবার সিলেট টু চট্টগ্রাম উদয়ন এক্সপ্রেস ট্রেন প্রতি সপ্তাহিক বন্ধ বুধবারে । অর্থাৎ, সিলেট থেকে চট্টগ্রাম রুটে উদয়ন এক্সপ্রেস ট্রেন প্রতি সপ্তাহে বুধবারে বন্ধ থাকে।
শেষ কথা
উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। এর পাশাপাশি উদয়ন এক্সপ্রেস ট্রেন কোন কোন স্টেশনে থামে সেটাও উল্লেখ করার চেষ্টা করেছি।
এরপরেও যদি উদয়ন এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম বিভিন্ন রুটের যেকোনো ট্রেনের সময়সূচী জানতে আজকের ট্রেন ওয়েবসাইটে চোখ রাখুন।






