নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী | noakhali commuter train schedule

নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী, লাকসাম টু নোয়াখালী ট্রেনের সময়সূচী এবং নোয়াখালী টু লাকসাম ট্রেনের সময়সূচী এসব আজকের পোস্টে উল্লেখ করা হবে। তাই যারা নোয়াখালী কমিউটার ট্রেনের নতুন সময়সূচী জানতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই পোস্ট। 

নোয়াখালী জেলার লোকাল একটি ট্রেন হচ্ছে নোয়াখালী কমিউটার ট্রেন। এই ট্রেনটি নোয়াখালীতে দীর্ঘদিন যাবত যাতায়াত করে থাকে। নোয়াখালী কমিউটার ট্রেনটি মূলত নোয়াখালী জংশন থেকে লাকসাম এবং লাকসাম থেকে নোয়াখালী জংশন রুটে নিয়মিতভাবে যাতায়াত করে। 

যারা নিয়মিতভাবে নোয়াখালী কমিউটার ট্রেন চলাচল করতে চান তাদের জন্য নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। আসুন এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেই। 

নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নোয়াখালী কম্পিউটার ট্রেনের নতুন সময়সূচী ঘোষণা করেছে। নিচে সুন্দরভাবে নোয়াখালী কমিটার ট্রেনের নতুন সময়সূচী উল্লেখ করা হলো। 

  • নোয়াখালী কমিউটার ৮৭ নম্বর ট্রেন নোয়াখালী থেকে যাত্রা শুরু করে বিকাল ৫:১৫ মিনিটে মিনিটে এবং অবশেষে লাকসাম পৌঁছায় সন্ধ্যা ৭:১০ মিনিটে।
  • নোয়াখালী কমিউটার ৮৮ নম্বর ট্রেন লাকসাম থেকে যাত্রা শুরু করে বিকাল ৩টা ২০ মিনিটে এবং অবশেষে নোয়াখালী পৌঁছায় বিকাল ৫টায়।

নোয়াখালী কম্পিউটার ট্রেনের নতুন সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। তাই নোয়াখালী থেকে লাকসাম অথবা লাকসাম থেকে নোয়াখালী ভ্রমণ করতে নির্দিষ্ট সময়ের পূর্বে স্টেশনে পৌঁছাবেন। 

নোয়াখালী টু লাকসাম ট্রেনের সময়সূচী 

নোয়াখালী কমিউটার ৮৮ নম্বর ট্রেন নোয়াখালীর উদ্দেশ্যে লাকসাম থেকে যাত্রা শুরু করে বিকাল ৫:১৫ মিনিটে মিনিটে এবং অবশেষে লাকসাম পৌঁছায় সন্ধ্যা ৭:১০ মিনিটে। নিচে যাত্রা বিরতি সহ নোয়াখালী টু লাকসাম ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো। 

স্টেশনের নামছাড়ার  সময়সূচী
নোয়াখালী জংশনবিকাল ০৫.১৫
হরিনারায়ণপুরবিকাল ০৫.২২
মাইজদি কোর্টবিকাল ০৫.২৮
মাইজদিবিকাল ০৫.৩৫
চৌমহনিবিকাল ০৫.৪৭
বজরাসন্ধ্যা ০৬.০০
সুনাইমুড়িসন্ধ্যা ০৬.০৮
বিপুলাসারসন্ধ্যা ০৬.১৭
নাথের পেটুয়াসন্ধ্যা ০৬.৩৫
খিলাসন্ধ্যা ০৬.৪৭
দৌলতগঞ্জসন্ধ্যা ০৭.০০
লাকসামসন্ধ্যা ০৭.১০

বিশেষ দ্রষ্টব্য: নোয়াখালী টু লাকসাম ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এজন্য নোয়াখালী থেকে লাকসাম যেতে নির্দিষ্ট সময়ের পূর্বে কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন। তা না হলে ট্রেন মিস হয়ে যাবে। 

লাকসাম টু নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী 

নোয়াখালী কমিউটার ৮৮ নম্বর ট্রেন লাকসাম থেকে যাত্রা শুরু করে বিকাল ৩:২০ মিনিটে এবং অবশেষে নোয়াখালী পৌঁছায় বিকাল ৫টায়। নিচে লাকসাম তো নোয়াখালী কম্পিউটার ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো। 

ষ্টেশনের নামসময়সূচী ২০২৫
লাকসামবিকাল ০৩. ২০
দৌলতগঞ্জবিকাল ০৩.২৭
খিলাবিকাল ০৩.৪০
নাথের পেটুয়াবিকাল ০৩.৫৫
বিপুলাসারবিকাল ০৪.০০
সুনাইমুড়িবিকাল ০৪.১০
বজরাবিকাল ০৪.২০
চৌমহনিবিকাল ০৪.৩০
মাইজদিবিকাল ০৪.৪০
মাইজদি কোর্টবিকাল ০৪.৫০
হরিনারায়ণপুরবিকাল ০৫.০০
নোয়াখালীবিকাল ০৫.১০

আপনি যদি লাকসাম থেকে নোয়াখালী ট্রেনের মাধ্যমে যেতে চান তাহলে কাঙ্খিত স্টেশনে নির্দিষ্ট সময়ে পৌঁছাবেন। 

নোয়াখালী কমিউটার ট্রেনের ভাড়া 

আপনি যদি নোয়াখালী থেকে লাকসাম ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই নোয়াখালী কমিউটার ট্রেনের ভাড়া জানতে হবে। তাহলে পরবর্তীতে ট্রেনের ভাড়া নিয়ে কোন সংশয় থাকবে না। নিচে নোয়াখালী কমিউটার ট্রেনের ভাড়া উল্লেখ করা হলো। 

Seat CategoryTicket Price
Shuvon Chair60
Snigdha115

বিশেষ দ্রষ্টব্য: নোয়াখালী কমিউটার ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ একদম নির্ধারিত করে দিয়েছে। তাই টিকিট কাটার সময় কখনোই অতিরিক্ত টাকা প্রদান করবেন না। 

নোয়াখালী কমিউটার ট্রেনের টিকেট কাটার নিয়ম

নোয়াখালী কমিউটার ট্রেন যেহেতু লোকাল ট্রেন এ কারণে অনলাইনে এই ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন না। অর্থাৎ, নোয়াখালী কমিউটার ট্রেন লোকাল হওয়ার কারণে অনলাইনে এই ট্রেনের টিকিট পাওয়া যাবে না। 

তবে আপনি চাইলে নোয়াখালী বা লাকসাম স্টেশন থেকে নোয়াখালী কমিউটার ট্রেনের টিকিট কাটতে পারবেন। এই জন্য ট্রেন ছাড়ার ১ থেকে ২ ঘন্টা পূর্বে স্টেশন থেকে নোয়াখালী কমিউটার ট্রেনের টিকেট সংগ্রহ করুন। 

নোয়াখালী কমিউটার ট্রেন এখন কোথায় আছে?

তথ্যপ্রযুক্তির এই যুগে, নোয়াখালী কমিউটার ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন ঘরে বসে। অর্থাৎ, নিজের মোবাইল ফোন দিয়ে নোয়াখালী কমিউটার ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। 

নোয়াখালী কমিউটার ট্রেন এখন কোথায় আছে তা জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR 87/TR 88 লিখুন। তারপরে মেসেজটি 16318 নাম্বারে পাঠিয়ে দিন। 

কিছুক্ষণ অপেক্ষা করুন। ফিরতি এসএমএস এ নোয়াখালী কমিউটার ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন। একটি এসএমএস এর জন্য ৫ টাকা চার্জ প্রযোজ্য। 

নোয়াখালী কমিউটার ট্রেন বন্ধের দিন

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুসারে নোয়াখালী কমিউটার ট্রেন প্রতি সপ্তাহে শুক্রবারে বন্ধ থাকে। শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন নোয়াখালী থেকে লাকসাম এই ট্রেন নিয়মিতভাবে যাতায়াত করে। 

শেষ কথা 

নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া আজকের পোস্টে উল্লেখ করেছি। যে সকল যাত্রী নিয়মিতভাবে নোয়াখালী থেকে লাকসাম এবং লাকসাম থেকে নোয়াখালীতে ট্রেন পথে চলাচল করবে তাদের জন্য আজকের পোস্ট একটু হলেও কাজে আসবে। 

এছাড়া আজকের পোস্ট নিয়ে কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে AjkerTrain ওয়েবসাইটে প্রবেশ করুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *