চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিট মূল্য ২০২৫

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিট মূল্য ২০২৫ সম্পর্কে আজকের পোস্টে আলোচনা করা হবে। এর পাশাপাশি চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ সম্পর্কেও আলোচনা করা হবে।

ঢাকা থেকে উত্তরবঙ্গের যাতায়াতের প্রধান ট্রেন হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। এই ট্রেন নিয়মিতভাবে ঢাকা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে ঢাকায় চলাচল করে।

আপনি যদি নিয়মিতভাবে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যাতায়াত করতে চান তাহলে অবশ্যই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিট মূল্য জানতে হবে। তাহলে আপনার ভ্রমণযাত্রা আরও সহজ হবে।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

চিলাহাটি এক্সপ্রেস নিয়মিতভাবে ঢাকা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে ঢাকায় চলাচল করে থাকে। চিলাহাটি এক্সপ্রেস ট্রেন চিলাহাটি স্টেশন ছাড়ে সকাল ৬:০০ মিনিটে এবং সবশেষে ঢাকা পৌঁছায় দুপুর ০২:৫০ মিনিটে। নিচে চিলাহাটি টু ঢাকা ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো:

স্টেশনের নামসময়সূচী ২০২৫
চিলাহাটিসকাল ০৬ঃ০০
ডোমারসকাল ০৬ঃ২১
নীলফামারীসকাল ০৬ঃ৪০
সৈয়দপুরসকাল ০৭ঃ০৪
পার্বতীপুরসকাল ০৭ঃ৩০
ফুলবাড়িসকাল ০৭ঃ৪৮
বিরামপুরসকাল ০৮ঃ০৩
জয়পুরহাটসকাল ০৮ঃ৩৫
সান্তাহারসকাল ০৯ঃ২০
নাটোরসকাল ১০ঃ০৩
ঈশ্বরদী বাইপাসসকাল ১০ঃ৩৩
জয়দেবপুরদুপুর ০১ঃ৫৩
ঢাকাদুপুর ০২ঃ৫০

চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সর্বমোট ১২টি স্টেশনে যাত্রা বিরতির পর চিলাহাটি থেকে ঢাকায় পৌঁছায়।

ঢাকা টু চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

চিলাহাটি এক্সপ্রেস  ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ে বিকাল ৫:০০ টায় চিলাহাটিতে পৌঁছায় পরেরদিন ভোর ৩:০০ টায়। নিচে স্টেশনসহ ঢাকা টু চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো:

স্টেশনের নামসময়সূচী
ঢাকা কমলাপুর05:00 pm
বিমানবন্দর05:28 pm
জয়দেবপুর05:55 pm
ঈশ্বরদী বাইপাস09:16 pm
নাটোর09:47 pm
সান্তাহার10:50 pm
জয়পুরহাট11:44 pm
বিরামপুর12:15 pm
ফুলবাড়ি12:29 am
পার্বতীপুর01:20 am
সৈয়দপুর01:42 am
নীলফামারী02:05 am
ডোমার02:24 am
চিলাহাটি03:00 am

ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত যাত্রাপথে চিলাহাটি এক্সপ্রেস সর্বমোট ১২টি স্টেশনে যাত্রা বিরতি প্রদান করা।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে হলে অবশ্যই এই ট্রেনের টিকিট মূল্য জানতে হবে। নিচে বিস্তারিতভাবে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য উল্লেখ করা হলো:

স্টেশনভাড়ার তালিকা
ঢাকা টু নীলফামারীশোভন চেয়ার ৫৮০ টাকা
ঢাকা টু সৈয়দপুরশোভন চেয়ার ৫৬০ টাকা
ঢাকা টু ফুলবাড়িশোভন চেয়ার ৫২০ টাকা
ঢাকা টু জয়পুরহাটশোভন চেয়ার ৪৬৫ টাকা
ঢাকা টু সান্তাহারশোভন চেয়ার ৪৩০ টাকা
ঢাকা টু নাটোরশোভন চেয়ার ৩৭৫ টাকা
ঢাকা টু ঈশ্বরদীশোভন চেয়ার ৩৪০ টাকা

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য সরাসরি বাংলাদেশ রেলওয়ে করতে নির্ধারিত। এজন্য টিকেট কাটার সময় কখনোই অতিরিক্ত টাকা প্রদান করবেন না।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম

বর্তমান সময়ে আপনি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিট দুই রকম ভাবে কাটতে পারবেন। সরাসরি রেল স্টেশন থেকে অথবা বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে।

সরাসরি রেল স্টেশন থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য ঢাকা কমলাপুর রেলস্টেশন বা চিলাহাটি রেলস্টেশনে সরাসরি যেতে হবে। তারপর আপনার চাহিদা অনুযায়ী টিকিট ক্রয় করবেন।

এছাড়া বর্তমানে অনলাইনেও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে পারবেন খুব সহজে। এজন্য প্রথমে আপনাকে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

তারপর আপনার যাত্রা পথের যাবতীয় তথ্য দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে টিকিটের অনলাইন কপি সংগ্রহ করতে হবে। অনলাইনে ট্রেনের টিকেট কাটার আরো বিস্তারিত নিয়ম জানতে ইউটিউবে সার্চ করুন।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে?

চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানা এখন একদমই সহজ। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারবেন।

এজন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR 805/ TR 806 তারপরে 16318 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি মেসেজের মাধ্যমে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন কোথায় আছে তা জানতে পারবেন।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে শনিবার। শনিবারে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন চলাচল করে না। এটি এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন।

শেষ কথা

প্রিয় পাঠক, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিট মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এছাড়াও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।

আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে AjkerTrain ওয়েবসাইটে চোখ রাখবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *