ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী | Dhaka to Tangail Train Schedule

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ভাড়া ও টিকিট কাটার নিয়ম উল্লেখ করা হবে এই পোস্টে। তাই যারা Dhaka to Tangail Train Schedule জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্ট। 

ঢাকা টু টাঙ্গাইল বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন নিয়মিত ভাবে যাতায়াত করে। আপনি যদি ঢাকা থেকে টাঙ্গাইল রেলপথে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের নতুন সময়সূচী জানতে হবে।

তাই আপনাদের কথা চিন্তা করে আজকের এই পোস্টে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়া উল্লেখ করা হবে। আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি।

ঢাকা টু  টাঙ্গাইল চলাচলকারী ট্রেনের নাম

ঢাকা থেকে টাঙ্গাইল নিয়মিতভাবে ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। নিচে ঢাকা টু  টাঙ্গাইল চলাচলকারী ট্রেনের নাম উল্লেখ করা হলো।

  • একতা এক্সপ্রেস;
  • দ্রুতযান এক্সপ্রেস;
  • পদ্মা এক্সপ্রেস;
  • সিল্কসিটি এক্সপ্রেস;
  • ধুমকেতু এক্সপ্রেস;
  • সিরাজগঞ্জ এক্সপ্রেস;
  • চিত্রা এক্সপ্রেস;
  • লালমনি এক্সপ্রেস।

উপরোক্ত এই ৮টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে টাঙ্গাইল রুটে নিয়মিতভাবে যাতায়াত করে থাকে।

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ২০২৫

বর্তমান সময়ে ঢাকা টু টাঙ্গাইল সর্বমোট ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। প্রতিটি ট্রেনের সময়সূচী ভিন্ন এবং প্রতিটি ট্রেনের নির্ধারিত ছুটির দিন আছে। নিচে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ছুটির দিন ও ট্রেনের কোড নাম্বার উল্লেখ করা হলো।

Train NameOff DayDepartureArrival
Ekota Express (705)No10:1512:02
Lalmoni Express (751)Fri09:4523:33
Silkcity Express (753)Sun14:4016:48
Drutojan Express (757)No20:0022:01
Padma Express (759)Tue22:4500:32
Chittra Express (764)Sun17:0021:40
Dhumketue Express (769)Thu06:0007:47
Sirajgonj Express (776)Sat16:1518:17
TANGAIL COMMUTER (1033)Fri18:0020:03

উপরে ঢাকা টু টাঙ্গাইল ৮টি আন্তঃনগর ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে। আপনি যদি ঢাকা থেকে টাঙ্গাইল রেলপথে যাতায়াত করতে চান তাহলে নির্দিষ্ট সময়ের আগেই স্টেশনে পৌঁছাবেন।

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের ভাড়া ২০২৫

ঢাকা থেকে টাঙ্গাইল নিয়মিতভাবে যাতায়াত করতে হলে অবশ্যই ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের ভাড়া জানতে হবে। তাহলে পরবর্তীতে ভাড়া নিয়ে কোন সংশয় সৃষ্টি হবে না। নিচে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের ভাড়া উল্লেখ করা হলো।

Seat CategoryTicket Price (15% VAT)
Shuvon Chair115
Snigdha219
AC265
Ac Birth397

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। তাই ঢাকা থেকে টাঙ্গাইল ট্রেনের টিকিট কাটার সময় কখনো অতিরিক্ত টাকা প্রদান করবেন না।

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা টু টাঙ্গাইল ট্রেন ভ্রমণ করতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। বর্তমানে সময়ে ঢাকা থেকে টাঙ্গাইল ট্রেনের টিকিট আপনি দুই রকম ভাবে কাটতে পারবেন। প্রথমত সরাসরি রেল স্টেশন থেকে এবং দ্বিতীয়ত অনলাইন থেকে।

রেলস্টেশন থেকে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের টিকিট কাটার জন্য টাঙ্গাইল স্টেশন বা কমলাপুর রেলস্টেশনের কাউন্টারে যোগাযোগ করুন। তারপর আপনার চাহিদা অনুযায়ী টিকিট ক্রয় করুন।

এছাড়া অনলাইনে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের টিকিট কাটার জন্য https://eticket.railway.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

তারপর ঢাকা টু টাঙ্গাইল নির্বাচন করুন। এবার কত তারিখে ভ্রমণ করবেন সেটা নির্বাচন করুন। এখন আসন বা সিট নির্বাচন করতে হবে। অতঃপর কয়টা টিকিট ক্রয় করবেন সেই তথ্য দিন।

অবশেষে টিকিটের মূল্য অনলাইনে পেমেন্ট করে টিকিটের অনলাইন কবে সংগ্রহ করবেন। এভাবে মূলত অনলাইনে ঢাকা থেকে টাঙ্গাইল ট্রেনের টিকিট সহজেই কিনতে পারবেন।

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন রয়েছে। অর্থ্যাৎ, ঢাকা টু টাঙ্গাইল প্রতিটি আলাদা ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন রয়েছে। নিচে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন উল্লেখ করা হলো।

ট্রেনের নাম বন্ধের দিন 
পদ্মা এক্সপ্রেস মঙ্গলবার
সিল্কসিটি এক্সপ্রেস রবিবার
ধুমকেতু এক্সপ্রেসবৃহস্পতিবার
সিরাজগঞ্জ এক্সপ্রেসশনিবার
চিত্রা এক্সপ্রেসরবিবার
লালমনি এক্সপ্রেস শুক্রবার

দ্রুতযান এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেনের কোন সাপ্তাহিক বন্ধ নেই। আর বাকি ৬টি ট্রেনের বন্ধের দিন উল্লেখ করা হয়েছে।

ঢাকা টু টাঙ্গাইল কত কিলোমিটার

ঢাকা টু টাঙ্গাইল ভ্রমণ আরো সহজ করার জন্য ঢাকা থেকে টাঙ্গাইল কত কিলোমিটার দূরে অবস্থিত সেটা জানতে হবে। তাহলে ঢাকা টু টাঙ্গাইল ভ্রমণ আরো সহজ হবে।

ঢাকা টু টাঙ্গাইল প্রায় ৮৪ কিলোমিটার। অর্থ্যাৎ, ঢাকা থেকে টাঙ্গাইল প্রায় ৮৪ কিলোমিটার দূরে অবস্থিত।

ঢাকা টু টাঙ্গাইল যেতে কত সময় লাগে?

ঢাকা টু টাঙ্গাইল খুব সামান্যের একটি পথ। ঢাকা থেকে টাঙ্গাইল প্রায় ৮৪ কিলোমিটার দূরত্ব। ট্রেনে ঢাকা টু টাঙ্গাইল যেতে ১:০০ ঘন্টা থেকে ১:৩০ মিনিট সময় লাগে।

শেষ কথা

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ভাড়া ও আরো বিস্তারিত তথ্য আজকের পোস্টে উল্লেখ করেছি। আশা করি, যারা ঢাকা থেকে টাঙ্গাইল রেলপথে যাতায়াত করবেন তাদের জন্য আজকের এই পোস্ট একটু হলেও কাজে আসবে।

এছাড়া ঢাকা টু টাঙ্গাইল ট্রেন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে AjkerTrain ওয়েবসাইটে ভিজিট করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *