চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫ | chattogram to dhaka train schedule

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া এই পোস্টে উল্লেখ করা হবে। তাই যারা নিয়মিতভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করেন কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী জানেন না তাদের জন্য আজকের পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়মিতভাবে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। আপনি যদি রেল পথে চট্টগ্রাম থেকে ঢাকায় চলাচল করতে চান তাহলে অবশ্যই চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী জানতে হবে। 

তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আজকের পোস্টে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া, বন্ধের দিন ও টিকেট কাটার নিয়ম সবকিছুই উল্লেখ করা হবে। 

চট্টগ্রাম থেকে ঢাকা চলাচলকারী ট্রেনের নাম 

বর্তমান সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাই সর্বমোট ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। যাত্রীদের সুবিধার জন্য নিচে চট্টগ্রাম টু ঢাকা চলাচলকারী ১০ টি ট্রেনের নাম উল্লেখ করা হলো। 

  • মহানগর এক্সপ্রেস (৭২১)
  • কর্ণফুলী লোকাল (০৩)
  • সুবর্ণ এক্সপ্রেস (৭০১)
  • কক্সবাজার এক্সপ্রেস (৮১৩)
  • চট্টলা এক্সপ্রেস (৮০১)
  • তূর্ণা এক্সপ্রেস (৭৪১)
  • ঢাকা মেইল (০১)
  • সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭)
  • মহানগর গোধূলি (৭০৩)
  • পর্যটক এক্সপ্রেস (৮১৫)। 

উপরোক্ত এই ১০টি আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে চট্টগ্রাম টু ঢাকা রুটে চলাচল করে থাকে। 

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫ 

চট্টগ্রাম টু ঢাকা ১০টি আন্তঃনগর নিয়মিতভাবে চলাচল করে। নিচে সবগুলো আন্তঃনগর ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো। 

ট্রেনের নামছেড়ে যায়পৌছায়
চট্টলা এক্সপ্রেস06:00 AM08:10 PM
সুবর্ণ এক্সপ্রেস07:30 AM09:25 PM
কর্ণফুলী লোকাল10:00 AM07:45 PM
মহানগর এক্সপ্রেস12:30 PM03:30 PM
মহানগর গোধূলি03:00 PM01:35 PM
কক্সবাজার এক্সপ্রেস04:00 PM03:40 AM
সোনার বাংলা এক্সপ্রেস04:45 PM11:55 AM
পর্যটক এক্সপ্রেস11:15 PM11:20 AM
ঢাকা মেইল10:30 PM06:55 AM
তূর্ণা এক্সপ্রেস11:30 PM05:15 AM

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একদম নির্ধারিত। এজন্য চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন। 

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫ 

আপনি যদি রেল পথে চট্টগ্রাম টু ঢাকা যেতে চান না তাহলে অবশ্যই চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়া কত তা জানতে হবে। তাহলে পরবর্তীতে ট্রেনের ভাড়া নিয়ে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। নিচে ছক আকারে চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের ভাড়া উল্লেখ করা হলো: 

Seat CategoryTicket Price 
Shuvon Chair405/450
First Seat685
First Birth932
Snigdha777/855
AC1025
AC Birth1398

বিশেষ দ্রষ্টব্য: চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এজন্য চট্টগ্রাম থেকে ঢাকার ট্রেনের টিকিট কাটার সময় কখনোই অতিরিক্ত টাকা প্রদান করবেন না। 

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের বন্ধের দিন 

চট্টগ্রাম টু ঢাকা সর্বমোট ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই ১০টি আন্তঃনগর ট্রেনের আলাদা আলাদা বন্ধের দিন রয়েছে। নিচে টেবিল আকারে চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের বন্ধের দিন উল্লেখ করা হলো। 

ট্রেনের নামবন্ধের দিন
চট্টলা এক্সপ্রেস (৮০১)মঙ্গলবার
কক্সবাজার এক্সপ্রেস (৮১৩)মঙ্গলবার
সুবর্ণ এক্সপ্রেস (৭০১)সোমবার
কর্ণফুলী লোকাল (০৩)বন্ধ নাই
মহানগর এক্সপ্রেস (৭২১)রবিবার
পর্যটক এক্সপ্রেস (৮১৫)রবিবার
মহানগর গোধূলি (৭০৩)বন্ধ নাই
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭)মঙ্গলবার
ঢাকা মেইল (০১)বন্ধ নাই
তূর্ণা এক্সপ্রেস (৭৪১)বন্ধ নাই

উপরোক্ত তথ্যগুলো বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। 

চট্টগ্রাম টু ঢাকা ট্রেন এখন কোথায় আছে? 

চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন নিজের মোবাইল ফোনের মাধ্যমে। অর্থাৎ, চট্টগ্রাম টু ঢাকা ট্রেন লোকেশন ট্র্যাক করতে পারবেন ঘরে বসে। 

চট্টগ্রাম টু ঢাকা ট্রেন এখন কোথায় আছে তা জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR স্পেস ট্রেনটির কোড লিখুন। অতঃপর মেসেজটি  16318 নাম্বারে পাঠিয়ে দিন। 

কিছুক্ষণ অপেক্ষা করুন। ফিরতি একটি এসএমএস আসবে। সেই এসএমএসে চট্টগ্রাম থেকে ঢাকার ট্রেন এখন কোথায় আছে তা জানিয়ে দেওয়া হবে। এসএমএস এর জন্য চার্জ প্রযোজ্য। 

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের টিকেট কাটার নিয়ম

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের টিকিট এখনো অনলাইনে কাটতে পারবেন। চট্টগ্রাম থেকে ঢাকার ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইটের ভিজিট করুন। 

তারপর চট্টগ্রাম থেকে ঢাকা নির্বাচন করুন। এবার কয় তারিখে আপনি ট্রেন ভ্রমণ করবেন সেই তারিখ নির্বাচন করতে হবে। কয়টি সিট বা আসন নিতে চাচ্ছেন তা নির্বাচন করতে হবে। 

এবার কয় তারিখে চট্টগ্রাম থেকে ঢাকা ভ্রমণ করবেন সেটা নির্বাচন করুন। এখন আপনাকে ট্রেন নির্বাচন করতে হবে। অর্থাৎ, আপনি কোন ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন তা নির্বাচন করুন। 

অতঃপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের মূল্য অনলাইনে পেমেন্ট করুন। সবশেষে টিকিটের অনলাইন কপি সংগ্রহ করে নিন।

এভাবেই সহজ উপায়ে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রেনের টিকেট কাটার সময় কোন সমস্যা হলে অবশ্যই আমাদের ব্লগে কমেন্ট করবেন। 

শেষ কথা 

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া ও টিকেট কাটার নিয়ম সবকিছুই আজকের ব্লগে উল্লেখ করেছি। আশা করি, যারা চট্টগ্রাম থেকে ঢাকা রেলপথে যাতায়াত করবেন তাদের জন্য আজকের পোস্ট গুরুত্বপূর্ণ ছিল। 

এছাড়া ঢাকা টু চট্টগ্রাম ট্রেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *