যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৫ | jessore to khulna train schedule

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া এই পোস্টে উল্লেখ করা হবে। তাই যারা jessore to khulna train schedule জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্ট। 

আপনি যদি এ নিয়মিতভাবে রেলপথে যশোর থেকে খুলনায় যাতায়াত করতে চান তাহলে অবশ্যই যশোর থেকে খুলনা ট্রেনের সময়সূচী জানতে হবে। 

ভাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী, যশোর টু খুলনা ট্রেনের ভাড়া ও ট্রেনের টিকিট কাটার নিয়ম সবকিছু আলোচনা করা হবে। 

যশোর টু খুলনা চলাচলকারী ট্রেনের নাম 

বর্তমান সময়ে যশোর টু খুলনা সর্বমোট ১০ টি ট্রেন চলাচল করে। এরমধ্যে ৬টি ট্রেন হচ্ছে আন্তঃনগর এবং বাকি ৪টি ট্রেন হচ্ছে মেইল এক্সপ্রেস। নিচে যশোর টু খুলনা চলাচলকারী ১০টি ট্রেনের নাম উল্লেখ করা হলো। 

  • কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬)
  •  সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)
  • রুপসা এক্সপ্রেস (৭২৮)
  • সীমান্ত এক্সপ্রেস (৭৪৮)
  • সাগরদারি এক্সপ্রেস (৭৬২)
  • চিত্রা এক্সপ্রেস (৭৬৪)
  • মহানন্দ এক্সপ্রেস (১৬)
  • রকেট এক্সপ্রেস (২৪)
  • নকশিকাথা এক্সপ্রেস (২৬)
  • বেনাপোল কমিউটার (৫৪)। 

উপরোক্ত ১০ টি ট্রেন ছুটির দিন ব্যতীত প্রতিদিনই প্রায় যশোর টু খুলনা রুটে যাতায়াত করে থাকে। নিচে যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো। 

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৫ 

উপরে আমরা যশোর টু খুলনা চলাচল করেই ট্রেনের নাম উল্লেখ করেছি। সেখানে বলা হয়েছে যশোর টু খুলনা ৬টি আন্তঃনগর ট্রেন এবং ৪টি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে।

নিচে যশোর টু খুলনা ৬টি আন্তঃনগর ও ৪টি মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টেবিল আকারে প্রকাশ করা হলো।  

যশোর টু খুলনা আন্তঃনগর ট্রেনের সময়সূচী 

ট্রেনের নামছেড়ে যায়পৌঁছায়ছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬)০৭ঃ০৫ PM০৮ঃ২৫ PMশুক্রবার
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)০২ঃ৩৫ PM০৩ঃ৫০ PMবুধবার
রুপসা এক্সপ্রেস (৭২৮)০৫ঃ০৭ PM০৬ঃ২০ PMবৃহস্পতিবার
সীমান্ত এক্সপ্রেস (৭৪৮)০২ঃ৫৯ AM০৪ঃ২০ PMসোমবার
সাগরদারি এক্সপ্রেস (৭৬২)১০ঃ৩৯ AM১২ঃ১০  PMসোমবার
চিত্রা এক্সপ্রেস (৭৬৪)০৩ঃ৪৪ AM০৫ঃ০০ AMরবিবার

যশোর টু খুলনা মেইল এক্সপ্রেস ট্রেন সময়সূচী 

ট্রেনের নামছেড়ে যায়পৌঁছায়ছুটির দিন
মহানন্দ এক্সপ্রেস (১৬)০২ঃ৪০ PM০৪ঃ৪০ PMনাই
রকেট এক্সপ্রেস (২৪)১০ঃ২৫ PM১১ঃ৪৫ PMনাই
নকশিকাথা এক্সপ্রেস (২৬)০৮ঃ০০ PM১০ঃ০০ PMনাই
বেনাপোল কমিউটার (৫৪)০৪ঃ৪৪ PM০৬ঃ১০ PMনাই

উপরোক্ত ১০টি ট্রেন যশোর থেকে খুলনায় ছুটির দিন ব্যতীত নিয়মিতভাবে যাতায়াত করে থাকে। তাই এ নির্দিষ্ট সময়ের পূর্বে কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন। তা না হলে কাঙ্খিত ট্রেন মিস করবেন। 

যশোর টু খুলনা ট্রেনের ভাড়া ২০২৫ 

আপনি যদি যশোর থেকে খুলনা রুটে রেলপথে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই এই রুটের ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে হবে। তাই নিচে যশোর টু খুলনা ট্রেনের ভাড়া উল্লেখ করা হলো। 

আসন বিন্যাসভাড়া
শোভন চেয়ার৭০ টাকা
প্রথম সিট৯৫ টাকা
স্নিগ্ধা সিট১৩৩ টাকা
এসি সিট১৫৬ টাকা
এসি বার্থ২৩৬ টাকা

যশোর টু খুলনা ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এ কারণে ট্রেনের টিকিট কাটার সময় কখনোই অতিরিক্ত ভাড়া প্রদান করবেন না। 

যশোর টু খুলনা ট্রেনের টিকিট কাটার নিয়ম 

যশোর টু খুলনা ট্রেনের টিকিট যশোর বা খুলনা রেলস্টেশন থেকেও কাটতে পারবেন। আবার চাইলে অনলাইন থেকেও বুকিং দিতে পারবেন। 

যশোর বা খুলনা রেলস্টেশন থেকে ট্রেনের টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যোগাযোগ করুন। তারপর আপনার চাহিদা অনুযায়ী টিকিট ক্রয় করুন। 

আর যদি যশোর থেকে খুলনা ট্রেনের টিকিট অনলাইনে বুকিং করতে চান তাহলে https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন। 

এরপরে আপনার ফোন নাম্বার, জিমেইল আইডি, NID কার্ড ও পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট সঠিকভাবে তৈরি করা হয়ে গেলে ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।

তারপরে যশোর এবং খুলনা নির্বাচন করতে হবে। এবার তারিখ ও আসন বিভাগ নির্বাচন করুন । এরপরে কোন ট্রেনে যাত্রা করবেন সেই ট্রেন সার্চ করতে হবে। এখন ট্রেনটি নির্বাচন করুন।

এবার আপনাকে টিকিটের মূল্য বিকাশ বা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে। টিকিটের মূল্য পরিশোধ করার মধ্যে দিয়ে অনলাইনে টিকিট কাটা সম্পূর্ণ হয়ে যাবে।

টিকিটের মূল্য অনলাইনে পরিশোধ করার পরে একটি অনলাইন রিসিভ পাবেন। এটাই মূলত টিকিটের অনলাইন কবে। তাই টিকিটের অনলাইন কপি সংগ্রহ করে নিবেন। 

এভাবেই উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে সহজেই যশোর টু খুলনা ট্রেনের টিকিট কাটতে পারবেন। 

যশোর টু খুলনা কত কিলোমিটার?

যশোর থেকে খুলনা ট্রেন যাত্রা আরো সহজ করার জন্য যশোর থেকে খুলনা কত কিলোমিটার দূরত্ব তা জানতে হবে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী, যশোর থেকে খুলনার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। 

যশোর টু খুলনা ট্রেনে যেতে কত সময় লাগে?

আপনি যদি রেল পথে যশোর থেকে খুলনা যেতে চান না তাহলে ট্রেনে যশোর টু খুলনা যেতে কত সময় লাগে তা জেনে রাখতে হবে। তাহলে আপনার যশোর থেকে খুলনা ট্রেন ভ্রমণ আরো সহজ হবে।

বাংলাদেশের রেলওয়ের তথ্য মতে যশোর থেকে খুলনা ট্রেনে যেতে ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে। অর্থাৎ, যশোর থেকে খুলনা ট্রেনে যেতে ১ ঘন্টা থেকে ১:৩০ মিনিট সময় লাগবে। 

শেষ কথা 

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া আজকের পোস্টে আলোচনা করা হয়েছে। তাই যারা নিয়মিতভাবে যশোর থেকে খুলনা রুটে ট্রেন পথে যাতায়াত করবেন তাদের জন্য আজকের পোস্ট একটু হলেও কাজে আসবে। 

এছাড়া আজকের পোস্ট নিয়ে আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইটের ভিজিট করুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *