নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫ সম্পর্কে আজকের পোস্টে আলোচনা করা হবে। তাই তারা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী জানতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই পোস্ট। 

নীলসাগর এক্সপ্রেস বাংলাদেশের জনপ্রিয় একটি ট্রেন। এই ট্রেন মূলত রাজধানী ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত নিয়মিত যাতায়াত করে।

তবে অধিকাংশ মানুষ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী জানে না। তাই এই পোস্টে ঢাকা টু চিলাহাটি এবং চিলাহাটি টু ঢাকা ট্রেনের নতুন সময়সূচি উল্লেখ করা হবে।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরবঙ্গের নীলফামারীর চিলাহাটি পর্যন্ত নিয়মিত চলাচল করে। নিচে এই ট্রেনের নতুন সময়সূচি উল্লেখ করা হলো।

স্টেশনের নামসময়সূচী
ঢাকাসকাল ০৬.৪৫ মিনিট
বিমানবন্দরসকাল ০৭.০৮ মিনিট
জয়দেবপুরসকাল ০৭.৩৬ মিনিট
ইব্রাহিমাবাদসকাল ০৮.৫৪ মিনিট
মুলাদুলিসকাল ১০.১৬ মিনিট
নাটোরসকাল ১০.৫৭ মিনিট
আহসানগঞ্জসকাল ১১.২০ মিনিট
সান্তাহারসকাল ১১.৫৫ মিনিট
আক্কেলপুরদুপুর ১২.৩৮ মিনিট
জয়পুরহাটদুপুর ১২.৫৪ মিনিট
বিরামপুরদুপুর ০১.২৫ মিনিট
ফুলবাড়ীদুপুর ০১.৩৯ মিনিট
পার্বতীপুরদুপুর ০২.০০মিনিট
সৈয়দপুরদুপুর ০২.২৭ মিনিট
নীলফামারীদুপুর ০২.৫০ মিনিট
ডোমারবিকাল ০৩.১৬ মিনিট
চিলাহাটিবিকাল ০৪.০০মিনিট

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। প্রতি সপ্তাহের বুধবার বাদে প্রতিদিনই নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে। তাই নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে হলে নির্দিষ্ট সময়ের পূর্বেই নির্দিষ্ট স্টেশনে পৌঁছাবেন।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী চিলাহাটি টু ঢাকা

নীলসাগর এক্সপ্রেস ট্রেন নীলফামারীর চিলাহাটি থেকে রাত ৮:০০ টায় ঢাকা কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। এবং ঢাকা পৌঁছায় সকাল ৫:২৫ মিনিটে।

স্টেশনের নামসময়সূচী
চিলাহাটিরাত ০৮.০০ মিনিট
ডোমাররাত ০৮.১৮ মিনিট
নীলফামারীরাত ০৮.৩৭ মিনিট
সৈয়দপুররাত ০৮.৫৯ মিনিট
পার্বতীপুররাত ০৯.২০ মিনিট
ফুলবাড়ীরাত ০৯.৫৮ মিনিট
বিরামপুররাত ১০.১১ মিনিট
জয়পুরহাটরাত ১০.৪৩ মিনিট
আক্কেলপুররাত ১১.০০ মিনিট
সান্তাহাররাত ১১.২০ মিনিট
আহসানগঞ্জরাত ১১.৪৭ মিনিট
নাটোররাত ১২.১০ মিনিট
মুলাদুলিরাত ০১.১২ মিনিট
ইব্রাহিমপুররাত ০২.৪৬ মিনিট
জয়দেবপুরভোর ০৪.২২ মিনিট
ঢাকাভোর ০৫.২৫ মিনিট

নীলসাগর এক্সপ্রেস ট্রেন চিলাহাটি থেকে মোট ১৬ টি স্টেশন পার করে ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫

নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে হলে অবশ্যই নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে হবে। নিচে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের আসন অনুযায়ী ভাড়া উল্লেখ করা হলো:

আসন বিভাগটিকিটের দাম
Shuvon Chair620
Snigdha1185
Ac Seat1421
AC Birth2128

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া মূলত বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এজন্য নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার সময় কখনই অতিরিক্ত টাকা প্রদান করবেন না।

নীলসাগর এক্সপ্রেস ট্রেন এখন কোথায়

নীলসাগর এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানা খুবই সহজ। এজন্য আপনার মোবাইল থেকে একটি এসএমএস পাঠাতে হবে।

মোবাইল থেকে মেসেজ পাঠানোর জন্য মোবাইলের মেসেজ অপশনে যাবেন। তারপর টাইপ করুন TR 765/ TR 767। অতঃপর মেসেজটি 16318 নাম্বারে পাঠিয়ে দেন।

কিছুক্ষণ পরে ফিরতি মেসেজে নীলসাগর এক্সপ্রেস ট্রেন কোথায় আছে তা জানিয়ে দেওয়া হবে।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে বুধবার। প্রতি সপ্তাহের বুধবারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকে। এছাড়া দুই ঈদের দিনও নীলসাগর এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকে।

নীলসাগর এক্সপ্রেস অনলাইন টিকেট কাটার নিয়ম

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকেট কাটা খুবই সোজা। অনলাইনে টিকিট কাটার জন্য নিম্নের ধাপ গুলো অনুসরণ করুন।

১. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটার জন্য সর্বপ্রথম eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর আপনারা যাবতীয় তথ্য দিয়ে একটি একাউন্ট করুন। একাউন্ট করার পর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

২. তারপর আপনি ঢাকা থেকে চিলাহাটি নাকি চিলাহাটি থেকে ঢাকায় যেতে চাচ্ছেন অর্থাৎ আপনার গন্তব্যস্থল নির্বাচন করতে হবে। তারপর নীলসাগর এক্সপ্রেস ট্রেন নির্বাচন করুন।

৩. এখন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সিট বা আসন নির্ধারণ করতে হবে। আপনি কোন কোন আসনে যাবেন এবং কয়টি সিট নেবেন তা সিলেক্ট করতে হবে।

৪. তারপর আপনার মোবাইলে একটি ওটিপি কোড পাঠাবে। সেই ওটিপি কোড দিয়ে ভেরিফাই করতে হবে। এরপর আপনার টিকেটের মূল্য বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

৫. টিকেটের মূল্য পরিশোধ করার পর আপনি অনলাইন টিকেট কাটার অনলাইন রিসিভ ডাউনলোড করে নেবেন।

এভাবে মূলত উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন সহজে।

শেষ কথা

এই ছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি,  যারা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করবেন তাদের জন্য আজকের পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এছাড়াও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরো যেকোনো রুটের ট্রেনের সময়সূচী জানতে AjkerTrain ওয়েবসাইটে ভিজিট করবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *