মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৫ 

আজকের পোস্টে মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই যারা মহুয়া কমিউটার ট্রেনের নতুন সময়সূচী জানতে চাচ্ছেন তাদের জন্য আজকে পোস্ট খুবই গুরুত্বপূর্ণ।

যারা ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকায় স্বল্প খরচে যাতায়াত করেন তাদের জন্য মহুয়া কমিউটার ট্রেন হতে পারে চলাচলের অন্যতম যানবাহন।

কিন্তু অধিকাংশ মানুষ মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি সম্পর্কে জানে না। তাই আজকের এই পোস্টে মহুয়া কমিউটার ট্রেনের নতুন যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে তা নিয়ে আলোচনা করা হবে।

মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি ২০২৫

আপনারা সবাই অবগত আছেন মহুয়া কমিউটার ট্রেনের আগের সময়সূচি অনুযায়ী টেন চলাচল হচ্ছে না। নতুন করে আবার মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

নিচে সুন্দরভাবে ছক আকারে মহুয়া কমিউটার ট্রেনের নতুন সময়সূচি উল্লেখ করা হলো:

স্টেশনের নামনতুন সময়সূচি
কমলাপুর জংশনসকাল ০৮টা ৩০ মিনিট
তেজগাঁওসকাল ০৮টা ৪৫ মিনিট
বিমানবন্দরসকাল ০৯টা ০২ মিনিট
টঙ্গী জংশনসকাল ০৯ টা ১২ মিনিট
জয়দেবপুরসকাল ০৯ টা ৩৯ মিনিট
ভাওয়াল গাজীপুরসকাল ০৯ টা ৪৮ মিনিট
রাজেন্দ্রপুরসকাল ১০টা ০০ মিনিট
শ্রীপুরসকাল ১০টা ১৬ মিনিট
কাওরাইদসকাল ১০টা ৩৮ মিনিট
মশাখালিসকাল ১০ টা ৫২ মিনিট
গফরগাঁওসকাল ১১ টা ২৪ মিনিট
আউলিয়া নগরসকাল ১১ টা ৪৪ মিনিট
আহমেদাবাদসকাল ১১ টা ৫৫ মিনিট
ফাতেমা নগরদুপুর ১২ টা ০৫ মিনিট
ময়মনসিংহ জংশনদুপুর ১২ টা ৪৫ মিনিট
ময়মনসিংহ গৌরীপুরদুপুর ০১ টা ২২ মিনিট
শ্যামগঞ্জ জংশনদুপুর ০১ টা ৩৬ মিনিট
নেত্রকোনাদুপুর ০২ টা ০০ মিনিট
নেত্রকোনা কোর্টদুপুর ০২ টা ০৫ মিনিট
ঠাকুর-কানাদুপুর ০২ টা ২৫ মিনিট
বারহাট্টাদুপুর ০২ টা ৪০ মিনিট
মোহনগঞ্জবিকাল ০৩ টা ০০ মিনিট

উপরে উল্লেখিত সময় গুলোতে মহুয়া কমিউটার ট্রেন চলাচল করে থাকে। এছাড়া মহুয়া কমিউটার ট্রেনের সাপ্তাহিক কোন ছুটি নেই। এই কারণে নির্দিষ্ট সময়ের আগেই ট্রেন স্টেশনে পৌঁছাবেন। তাহলে ট্রেন কখনো মিস হবে না।

মহুয়া কমিউটার ট্রেনের ভাড়া ২০২৫

ঢাকা কমলাপুর রেল স্টেশন হতে মোহনগঞ্জ পর্যন্ত মহুয়া কমিউটার ট্রেন চলাচল করে। এই ট্রেনের বিভিন্ন আসন বিভাগ রয়েছে। প্রত্যেকটা আসনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। নিচে মহুয়া কমিউটার ট্রেনের ভাড়ার তালিকা দেখে নিন।

আসন বিভাগটিকিটের দাম
 শোভন৬০ টাকা
সাধারণ শোভন১২০ টাকা
ফাস্ট ক্লাস সিট১৮৫ টাকা
ফাস্ট ক্লাস চেয়ার১৮৫ টাকা
স্নিগ্ধা২৩৫ টাকা
এ সি চেয়ার২৫০ টাকা

মহুয়া কমিউটার ট্রেনের টিকিট অবশ্যই ন্যায্য মূল্যে ক্রয় করার চেষ্টা করবেন। টিকিট কাউন্টার বা অনলাইন কোথাও মহুয়া কমিউটার ট্রেনের টিকিট কাটতে অতিরিক্ত টাকা দিবেন না।

মহুয়া কমিউটার ট্রেন কোথায় আছে

মহুয়া কমিউটার ট্রেন এখন কোথায় আছে তা সঠিকভাবে কেউ বলতে পারবে না। তবে উপরে উল্লেখিত মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি দেখে আপনি বলতে পারবেন মহুয়া কমিউটার ট্রেন কোথায় আছে।

তাই আপনি যদি মহুয়া কমিউটার ট্রেনের লোকেশন জানতে চান তাহলে উপরে উল্লেখিত মহুয়া কমিউটার ট্রেনের নতুন সময়সূচি দেখুন।

মহুয়া ট্রেনের বন্ধের দিন

মহুয়া ট্রেনের সাপ্তাহিক কোন বন্ধ নাই। অর্থাৎ, সপ্তাহের ৭ দিন মহুয়া কমিউটার ট্রেন চলাচল করে। তবে ঈদের ছুটিতে মহুয়া কমিউটার ট্রেন ২টি বন্ধ থাকে।

শেষ কথা

এই ছিল আজকে মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি, মহুয়া ট্রেনের যাত্রীগণ মহুয়া ট্রেনের নতুন সময়সূচি জানতে পেরেছে।

এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনার কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ট্রেনের সময়সূচি জানতে AjkerTrain ওয়েবসাইটে ভিজিট করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *